নবান্নে সাংবাদিক বৈঠক, শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার 

Written by SNS November 1, 2023 7:24 pm

কলকাতা, ১ নভেম্বর –   নবান্নে সাংবাদিক বৈঠক করে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে নাম না করেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই নিয়ে   আক্রমণ শানাচ্ছেন   বিরোধীরাও। তবে সব থেকে বেশি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী ।এমনকি মুখ্যমন্ত্রী কেন এত দিন নবান্নে আসেননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। বুধবার  শুভেন্দুর নাম না-করেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কতগুলো গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সেসব কাগজপত্র বার করছি। এতদিন এসব করিনি। এ বার করছি।’’ মমতা আরও বলেন,  তাঁর মন্ত্রিসভায় এক সময়ে মন্ত্রী ছিলেন শুভেন্দু। সেই সময়ের কথা মনে করিয়ে মমতা বলেন, ‘‘মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে?’’ এর পরে হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।’’

মমতার হুঁশিয়ারির পর  শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘উনি বাপের বেটি হলে করে দেখান। আবার বিধানসভা নির্বাচনে দেখা হবে। তখন মুখের উপর জবাব দেব।’’