অমানুষিকতার প্রকাশ

Written by SNS August 27, 2022 10:53 am

দুহাজারকুড়িতে মুক্তি পেলো সে,
হওয়ার ইচ্ছা ছিল তার,
লেখাপড়া শিখে মস্ত এক মেয়ে,
বিদেশে গিয়ে পড়াশোনা করে,
মা বাবার মুখ উজ্জ্বল করবে,
এই ছিল তার স্বপ্ন,
প্রাণ দান করে উজ্জ্বল মুখ টাকে করলো নিস্তব্ধ,
কিছুদিনের আগে ফিরেছিল সে নিজের দেশে,
মা বাবার মনটা ভোরে উঠেছিল তার মেয়েকে ফেরত পেয়ে,
দশ ছিল তার ঘুরতে বেড়ানো,
সে তো জানে না,
মানুষে হয় মানুষের বিপদের অংশ,
ভালোবাসা কথাটা আজ হয়ছে ছোট,
ইভটিসিং এ তাই সে প্রাণটা হারালো,
বাইকার গতি ছিল মাঝামাঝি,
কিছু মানুষের রূপে অমানুষ যে বাড়ালো সেই বাইকের গতি,
টানাটানি তে স্বপ্ন ধারী মেয়েটা আজ হারালো প্রাণ,
মেয়ে তো আজও খেলনা,
মেয়েতো আজও খোরাক,
টেকনোলজি নাকি অনেক অ্যাডভান্স,
সমাজ আমাদের বদলে গেছে,
সতীদাহ প্রথা বা বাল্য বিবাহ থেকে সমাজ আজ পেয়েছে মুক্তি,
অমানুষিকতার কারণে জীবন হানি হল যার,
সে কি পাবে এই সমাজের কাছে সত্য বিচার??
নাকি সমাজ তুলবে আঙ্গুল তার কাপড়ে??
আর আবারো সত্য পাবে অবিচার,
আর মিথ্যার হবে জয়,
অমানুষিকতার হবে জয় জয়কার,
আর নিষ্পাপ মানুষ পাবে জীবন হানির বিচার,
প্রশ্ন করবো??
না না থাক আমার কি দরকার??
আমিও যে মানুষ,
তাই তো আমার মাঝেও রয়ছে অমানুষিকতার প্রকাশ |

                                                                            – সায়নদীপ পাত্র