স্বস্তির খবর, কমল পেট্রোল-ডিজেলের দাম 

Written by SNS November 1, 2022 11:33 am

Petrol.

দিল্লি, ১ নভেম্বর– ভারতে দাম কমে কিছুটা সস্তা হল  পেট্রোল ও ডিজেল। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ৪২ পয়সা। যার ফলে পেট্রোলের নয়া দাম দাঁড়াল ১০৫.৬১ টাকা লিটার। আর ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ৩৮ পয়সা। এর জেরে এখন ডিজেলের দাম ৯২.৩৮ টাকা লিটার। সোমবার সন্ধেতেই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করা হয়। সেই অনুযায়ী মঙ্গলবারই দাম কমল জ্বালানির। উল্লেখ্য, গত সাত মাসে এই প্রথম জ্বালানির দাম কমল দেশে।

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯২.৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে আজ  পেট্রোল লিটার প্রতি ১০৬.৩১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৪.২৭ টাকা। দিল্লিতে  পেট্রোল লিটার প্রতি ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। বেঙ্গালুরুতে আজ পেট্রোল লিটার প্রতি ১০১.৯৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৭.৮৯ টাকা। আর একদম দক্ষিণে চেন্নাইতে মঙ্গলবার পেট্রোল লিটার প্রতি বিকোচ্ছে ১০২.৬৩ টাকায় এবং ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯৪.২৪ টাকা। দেখা যাচ্ছে, দেশের এই পাঁচটি বড় শহরেই  পেট্রোলের দাম ১০০ টাকার প্রায় কাছাকাছি চলে এসেছে। এমনকি রাজধানী শহরে তো ১০০ টাকারও নীচে।