মুজফফরপুর, ১৪ সেপ্টেম্বর – নদীপথে স্কুলে যাওয়ার সময় শিশুদের নিয়ে তলিয়ে গেল যাত্রিবাহী নৌকা। ২০ জন শিশুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ১৮ জন শিশু। বৃহস্পতিবার সকালে ঘটনা ঘটে বিহারের মুজফফরপুরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শিশুদের নিয়ে বাগমতী নদী পার হচ্ছিল যাত্রীবাহী নৌকাটি। মাঝনদীতে আসতেই সেটি উল্টে যায়। শিশুদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ এখনও পর্যন্ত মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমতী নদীতে পার করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়ারা। পিপল ঘাট থেকে ভাটগামা মধুরপট্টি ঘাটে যাচ্ছিল নৌকাটি।নদীর অন্য পাড়ে স্কুল। প্রতি দিনই নৌকা করে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। সে সময়ই মাঝনদীতে উল্টে যায় নৌকা। তবে কী করে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার নদীর জলের টান বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। ফলে মাঝনদীতেই উল্টে যায় স্কুলপড়ুয়া-সহ নৌকাটি। এই ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
Advertisement
Advertisement



