যোগীর বিরুদ্ধে বারবার পিটিশনে পারভেজের জরিমানা ১ লক্ষ 

Written by SNS February 24, 2023 5:53 pm

লখনউ, ২৪ ফেব্রুয়ারি– উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বারবার পিটিশন দায়ের করেছেন। এই অপরাধেই এক সাংবাদিককে ১ লক্ষ টাকা জরিমানা করল এলাহাবাদ হাই কোর্ট। ২০০৭ সালের গোরক্ষপুর হিংসার সময় ঘৃণাভাষণের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেছিলেন আদিত্যনাথ, এই মর্মেই অভিযোগ দায়ের করেন পারভেজ  পারভেজ   নামে এক সাংবাদিক। প্রসঙ্গত, এই হিংসা সংক্রান্ত সমস্ত মামলা বিচার নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্ট ।

২০০৭ সালের ২৭ জানুয়ারি মহরমের শোভাযাত্রা চলাকালীন খুন হন এক হিন্দু যুবক। পারভেজের অভিযোগ, এই ঘটনার পরে খুনের বদলা নেওয়ার ডাক দেন তৎকালীন বিজেপি বিধায়ক যোগী আদিত্যনাথ। এই মর্মেই ঘটনার দেড় বছর পরে পিটিশন দায়ের করেন পারভেজ। কিন্তু ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিজেপি সরকার জানিয়ে দেয়, এই অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হবে না।

আগামী চার সপ্তাহের মধ্যে ১ লক্ষ টাকা জমা দিতে হবে তাঁকে। অন্যথায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। যুদ্ধক্ষেত্রে আহত ভারতীয় সেনার জন্য যে তহবিল রয়েছে, সেখানেই জমা পড়বে এই জরিমানার অর্থ।