বিরোধীশূন্য রাজ্যসভাতে পাশ দণ্ড সংহিতা বিল, ‘ঐতিহাসিক মুহূর্ত’, বলছেন মোদি

Written by Sunita Das December 22, 2023 4:38 pm

দিল্লি, ২২ ডিসেম্বর– একই ছবি শুক্রবারও৷ বৃহস্পতিবার বিরোধীশূন্য লোকসভাতে পাশ হয়ে গিয়েছিল দণ্ড সংহিতার তিনটি বিল৷ এবার সেই ছবিই দেখা গেল রাজ্যসভাতেও৷ শুক্রবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল দন্ড সংহিতা বিল৷ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করলেন৷ বিরোধী সাংসদরা অবশ্য কেউই কক্ষে ছিলেন না৷ তাঁদের অনুপস্থিতিতেই পাশ হয়ে গেল বিলগুলি৷
প্রসঙ্গত, চলতি বছরেই সংসদের বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন শাহ৷ তার পরেই বিলগুলোকে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ কমিটির বৈঠকে শাসক-বিরোধী সংঘাতও তুঙ্গে উঠেছিল সেই সময়ে৷ কেন্দ্র সরকার বিলগুলো নিয়ে তাড়াহুড়ো করছে, উপযুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি বলে সরব হয়েছিলেন কমিটিতে থাকা ইন্ডিয়া জোটের সাংসদরা৷ বিলগুলো নিয়ে ‘ডিসেন্ট নোট’ বা ‘আপত্তি পত্র’ ও জমা দিয়েছিলেন তাঁরা৷ সংসদীয় প্যানেল বিলে কয়েকটি সংশোধন করার সুপারিশ করেছিল৷ সরকার সংশোধনের রাস্তায় না গিয়ে একেবারে পরিবর্তন করে নতুন বিল আনার সিদ্ধান্ত নেয়৷ এর পর শীতকালীন অধিবেশনে লোকসভায় নতুনভাবে বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বুধবার তা পাশ হয়ে যায়৷ এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিলটি৷