ঝড়বৃষ্টির জের, ভেঙে গেল আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ

Written by Sunita Das June 9, 2023 8:41 pm

কলকাতা , ৯ জুন – ঝড়বৃষ্টির জেরে ভেঙে গেল আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ। তার ফলে বেশ কিছু ক্ষণ ধরে বনপাশ স্টেশনে আটকে যায় ট্রেন চলাচল, ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির বন্দোবস্ত করা হচ্ছে বলে রেলসূত্রে জানা গেছে ।

শুক্রবার দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেই সময় আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বনপাশ স্টেশন দিয়ে যাওয়ার সময় আচমকাই ভেঙে যায় প্যান্টোগ্রাফ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনটি। ওই স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরই বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে যায়। দুরপাল্লার ট্রেন থেকে শুরু করে লোকাল ট্রেনও লাইনে দাঁড়িয়ে পড়ে। চরম অসুবিধের মেখে পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য, এর আগে গত মে মাসেও ঠিক একই বিপত্তি ঘটে। আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন হন যাত্রীরা।