• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে বাধ্যতামূলক হল প্যান ও আধার 

দিল্লি , ১ এপ্রিল – পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলিতেও এবার বাধ্যতামূলক করা হলো প্যান এবং আধার কার্ড। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিন, ৩১ মার্চ কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়। অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ড,  সুকন্যা বসমৃদ্ধি যোজনা , বা প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা রাখতে হলে  প্রত্যেক গ্রাহককে আধার এবং প্যান কার্ডের নম্বর জানাতে হবে। পাশাপাশি, শুক্রবারেই কয়েকটি স্বল্প সঞ্চয়

দিল্লি , ১ এপ্রিল – পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলিতেও এবার বাধ্যতামূলক করা হলো প্যান এবং আধার কার্ড। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিন, ৩১ মার্চ কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়। অর্থাৎ, প্রভিডেন্ট ফান্ড,  সুকন্যা বসমৃদ্ধি যোজনা , বা প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা রাখতে হলে  প্রত্যেক গ্রাহককে আধার এবং প্যান কার্ডের নম্বর জানাতে হবে। পাশাপাশি, শুক্রবারেই কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর কথা জানায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
যাঁদের আধার কার্ড নেই, তাঁদের আধার কার্ড নথিভুক্ত করার নম্বর দিতে হবে। সে ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার দিন থেকে ৬ মাসের মধ্যে সেই গ্রাহককে প্যান এবং আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কেউ কোনও কারণে আধার এবং প্যান কার্ড জমা না করলে, তাঁকে ২ মাস সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যেও প্যান এবং আধার নম্বর না দেওয়া না হলে সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্টটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আধার এবং প্যান নম্বর দেওয়া হলে ফের তা চালু করা হবে।
এত দিন পর্যন্ত স্বল্প সঞ্চয়ে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহক প্যান এবং আধার কার্ড জমা না করলেও সমস্যা ছিল না। তবে সে ক্ষেত্রে তাঁকে ইলেকট্রিক বিল অথবা পুরসভার ট্যাক্সের নথি জমা করতে হত। এ বার থেকে প্যান এবং আধার বাধ্যতামূলক করা হল। এখন স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে চাইলে  গ্রাহককে প্যান কার্ড, আধার কার্ড এবং একটি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। তবেই সেই গ্রাহকের সঞ্চয় প্রকল্পে ছাড়পত্র মিলবে।

Advertisement

Advertisement