• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মলদ্বীপের ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেলেন ন’জন ভারতীয়, আহত আরও অনেকে

ম্যাল ,১০ নভেম্বর — মলদ্বীপের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মালে-তে বিদেশি শ্রমিকদের থাকার অস্থায়ী জায়গায় এই আগুন লাগে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। আগুনে পুড়ে মারা গিয়েছেন ১০ জন, তার মধ্যে ন’জন ভারতীয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে পৌঁছন। দমকল বিভাগের এক আধিকারিক

ম্যাল ,১০ নভেম্বর — মলদ্বীপের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মালে-তে বিদেশি শ্রমিকদের থাকার অস্থায়ী জায়গায় এই আগুন লাগে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। আগুনে পুড়ে মারা গিয়েছেন ১০ জন, তার মধ্যে ন’জন ভারতীয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে পৌঁছন। দমকল বিভাগের এক আধিকারিক জানান, এই আবাসনের নীচের তলায় গাড়ি সারাইয়ের গ্যারেজে প্রথম আগুন লাগে। তার পর তা ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আবাসনের উপর তলা থেকে যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা সকলেই মারা গিয়েছেন। মৃতের মধ্যে ন’জন ভারতীয় এবং এক জন বাংলাদেশি বলে জানিয়েছেন এক আধিকারিক। ঘটনাস্থল থেকে আরও অনেককে উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, আহতের সংখ্যা অনেক। ওই আধিকারিক জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নেবাতে চার ঘণ্টা সময় লেগেছে।

Advertisement

Advertisement