এশিয়ান গেমসে প্রিলিমিনারিতে ভিয়েতনামের থি ট্যাম এনগুয়েনকে উড়িয়ে দিলেন নিখাত।

Written by SNS September 25, 2023 10:48 am

ভারত:- এশিয়ান গেমসে প্রিলিমিনারিতে ভিয়েতনামের থি ট্যাম এনগুয়েনকে উড়িয়ে দিলেন নিখাত। তাঁর পক্ষে ফল ৫-০। প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলে দেন নিখাত। প্রথম ২ রাউন্ডের পরেই তাঁর জয় নিশ্চিত হয়ে যায়। বিচারকরা নিখাতকে বিজয়ী ঘোষণা করেন। সূত্রের খবর, প্রথম রাউন্ডে সহজ জয় পেয়ে নিখাতের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এশিয়ান গেমসে পদক জেতাই তাঁর লক্ষ্য। এই বক্সার সোনা জিততে পারলে ভারত পদক তালিকায় উপরের দিকে যেতে পারে। এখনও পর্যন্ত ৫টি পদক পেলেও, পদক তালিকায় পিছিয়ে যাচ্ছে ভারত। মোট পদক কম থাকলেও, সোনা জেতায় ভারতের চেয়ে এগিয়ে হংকং, চিনা তাইপেই। সোনা জিতলেই পদক তালিকায় প্রথম ৫টি দেশের মধ্যে থাকবে ভারত। জানা গিয়েছে, এদিন শুরুতেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পায় আশি চোকসি, মেহুলি ঘোষ ও রমিতাকে নিয়ে গঠিত ভারতীয় দল। এরপর মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পান রমিতা। রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে রুপো পেয়েছেন অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। রোয়িংয়ে পুরুষদের পেয়ারে ব্রোঞ্জ পেয়েছেন বাবু লাল যাদব ও লেখ রাম। এশিয়ান গেমসে পুরুষদের টেবল টেনিসে পদক জয়ের আশা আছে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। তবে ভারতীয় দল লড়াই করতে তৈরি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে চান শরৎ কমলরা। মহিলাদের ফুটবলে অবশ্য ভারতের ফল একেবারেই ভালো হল না। গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে ০-১ হেরে গেল ভারত। ফলে সব ম্যাচেই হেরে এবারের মতো এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারতের মহিলা ফুটবল দল। পুরুষদের ফুটবলে অবশ্য এখনও গ্রুপ টপকানোর আশা আছে। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ১-৫ হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ জিতেছেন সুনীল ছেত্রীরা। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।