• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

নিজেই জানালেন খুঁজে পাওয়া ‘ভালোভাসা’র  কথা 

কলকাতা :  সমাজমাধ্যমে নিজেই জানালেন তাঁর নতুন খুঁজে পাওয়া ‘ভালবাসা’র কথা। ইন্ডাস্ট্রিতে যাঁরা ঋতুপর্ণাকে চেনেন তাঁরা জানেন যে, অভিনেত্রীর প্রতিটা দিন কাটে ব্যস্ততায়। শুটিং ছাড়াও বিভিন্ন সামাজিক উদ্যোগে শামিল হন তিনি। তাই দিনের মধ্যে অনেকটা সময় তাঁর কাটে গাড়িতে।  কিন্তু তার মাঝেও নিজের জন্য সময় বার করে নিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি মুম্বই এবং সিঙ্গাপুরে যাওয়া

কলকাতা :  সমাজমাধ্যমে নিজেই জানালেন তাঁর নতুন খুঁজে পাওয়া ‘ভালবাসা’র কথা। ইন্ডাস্ট্রিতে যাঁরা ঋতুপর্ণাকে চেনেন তাঁরা জানেন যে, অভিনেত্রীর প্রতিটা দিন কাটে ব্যস্ততায়। শুটিং ছাড়াও বিভিন্ন সামাজিক উদ্যোগে শামিল হন তিনি। তাই দিনের মধ্যে অনেকটা সময় তাঁর কাটে গাড়িতে।  কিন্তু তার মাঝেও নিজের জন্য সময় বার করে নিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি মুম্বই এবং সিঙ্গাপুরে যাওয়া তো রয়েছেই।

সাধারণত তারকাদের গাড়ির নিজস্ব চালক থাকে। রয়েছে ঋতুপর্ণারও। কিন্তু তা সত্বেও  ঋতুপর্ণা এ বার চালকের আসনে। অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি নিজেই গাড়ি চালাচ্ছেন। বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়ির চালকের আসনে বসে জানলা দিয়ে তাঁর হাসি মাখা মুখ ধরা পড়েছে ক্যামেরায়। সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘‘আমার নতুন খুঁজে পাওয়া ভালবাসা। শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি।’’ ওই পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ঋতুপর্ণার এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন।