• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নয়া বিলে মহিলা বসের বিরুদ্ধে করা যাবে অভিযোগ

দিল্লি, ১৩ সেপ্টেম্বর– এবার পুরুষদের পালা। এতদিন মহিলারাই ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা শোষিত হলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন বা আইনের সাহায্য নিতে পারতেন।  কিন্তু এবার পুরুষরাও বর্তমান আর্থ-সামজিক পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা শোষিত হলে আইনি সাহায্য পেতে পারেন। ঊর্ধতন কর্তৃপক্ষ মহিলা হলেও এবার অভিযোগ করতে পারেন পুরুষ কর্মচারীরা। সেই বিষয়েই আসতে চলেছে দণ্ড সংহিতা-র নতুন

দিল্লি, ১৩ সেপ্টেম্বর– এবার পুরুষদের পালা। এতদিন মহিলারাই ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বারা শোষিত হলে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন বা আইনের সাহায্য নিতে পারতেন।  কিন্তু এবার পুরুষরাও বর্তমান আর্থ-সামজিক পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা শোষিত হলে আইনি সাহায্য পেতে পারেন। ঊর্ধতন কর্তৃপক্ষ মহিলা হলেও এবার অভিযোগ করতে পারেন পুরুষ কর্মচারীরা। সেই বিষয়েই আসতে চলেছে দণ্ড সংহিতা-র নতুন বিল। 

মঙ্গলবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে নতুন তিন বিল নিয়ে আলোচনার সময়েই কমিটি সদস্য বিজেপি সাংসদ নীরজ শেখর প্রশ্ন তুলেছিলেন, বর্তমানে বহু দফতরের মহিলা বস থাকেন। সেক্ষেত্রে অধস্তন কোনও পুরুষ কর্মী যৌন নিগ্রহ বা শোষণের শিকার হলে কী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কমিটির সামনে উপস্থিত বিশেষজ্ঞরা তার উপায় বাতলেছেন।

Advertisement

পাশাপাশি অভিযুক্তকে হাতকড়া পরানোর বিষয়টি রাখা হবে নাকি একেবারে তুলে দেওয়া হবে সেই প্রশ্নও উঠেছে কমিটির বৈঠকে। তাতে অবশ্য হাতকড়া পরানো পুরোপুরি তুলে না দিয়ে অপরাধের গুরুত্ব ও অভিযুক্তের পূর্বতন অপরাধের খতিয়ান দেখেই সিদ্ধান্ত গ্রহণ করারই সুপারিশ করেছেন অধিকাংশ সাংসদ।

Advertisement

Advertisement