‘মারাঠা সংরক্ষণ’-এর দাবিতে আগুন এনসিপি বিধায়কের বাডি়তে

Written by Sunita Das October 30, 2023 5:10 pm

পুনে ম্যাচে ফিরিয়ে দেওয়া হল কালো পোশাকধারীদের
মুম্বই, ৩০ অক্টোবর– মারাঠা সংরক্ষণ আন্দোলনে আগুন জ্বলছে মহারাষ্ট্রে৷ দিকে দিকে এই আন্দোলনের তেজ যে কতটা বাড়ছে তার উদাহরণ পাওয়া গেল সোমবার৷ এদিন আন্দোলনকারীদের রোষের মুখে পড়লেন এনসিপি বিধায়ক (অজিত পাওয়ার গোষ্ঠী) প্রকাশ সোলাঙ্কি৷ মারাঠা সংরক্ষণের দাবিতে বিধায়কের বাডি়তে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা৷ বিধয়ক সেই সময় বাড়িতে থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি৷ আন্দোলনকারীদের অভিযোগ, মহারাষ্ট্রের মারাঠা সংরক্ষণ আন্দোলন নিয়ে সম্প্রতি বিরূপ মন্তব্য করেছিলেন বিধায়ক৷
বিধায়কের জ্বলন্ত বাংলোর ছবি ইতিমধ্যেই ছডি়য়ে পডে়ছে সোশ্যাল মিডিয়ায়৷ সেইসব ভিডিওতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বাংলো৷ চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, যেসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেসময় প্রকাশ সোলাঙ্কি বাডি়র মধ্যেই ছিলেন৷ যদিও হতাহতের কোনও খবর মেলেনি৷
সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোলাঙ্কি বলেছেন, ‘সৌভাগ্যের বিষয় আমার পরিবারের সদস্য ও অন্যান্য কেউই আহত হননি৷ আমরা সকলে সুরক্ষিত আছি কিন্ত্ত আগুনে সম্পত্তির অনেকাংশ নষ্ট হয়ে গেছে৷’
উল্লেখ্য, গত ২৯ অগস্ট থেকে শিক্ষা ও চাকরিক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবিতে প্রতিবাদ অনশন আন্দোলন চালাচ্ছেন মারাঠি নেতা মনোজ জারাঙ্গে প্যাটেল৷ গত ১৪ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে মনোজের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ মনোজকে আশ্বাস দেন, ৪০ দিনের মধ্যে সংরক্ষণ আনা হবে৷ সেই আশ্বাসের পর সাময়িক অনশন উঠে গিয়েছিল৷ কিন্ত্ত গত ২৪ অক্টোবর সংরক্ষণ চালু করার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে ফের নতুন করে আন্দোলন শুরু করেন মনোজ৷
মনোজদের আন্দোলনের তেজ আরও বাড়ছে৷ আন্দোলনকারীদের দাবি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করে তাঁদের আন্দোলন থামানোর চেষ্টা করছেন৷ এমতাবস্থায় মনোজ মহারাষ্ট্রের বিধায়ক ও সাংসদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যাতে তাঁরা বিধানসভায় বিশেষ অধিবেশনে মারাঠা সংরক্ষণ বিষয়টি তুলে ধরেন৷
অন্যদিকে, মারাঠা সংরক্ষণ বিক্ষোভের প্রভাব পডে়ছে পুনেতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ম্যাচেও৷ সেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা চলাকালীন গোলমাল এড়াতে পুলিশ কালো পোশাক পরা দর্শকদের ফিরিয়ে দেয়৷ প্রতিবাদীরা খেলা চলাকালীন রাজনৈতিক বিবৃতি দিতে পারে, এই আশঙ্কাতেই তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি৷