• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সেই ভাঙা গাড়িতে করেই বিধানসভায় এলেন নওসাদ

৬ মার্চ — এখনো সেই ভাঙা স্করপিওতেই ঘুরছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি । শনিবার জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সেই ভাঙা স্করপিও নিয়ে বিধানসভায় পৌঁছেছেন। ভাঙড়েই   তাঁর গাড়ির উপর হামলা হয়েছিল। সেদিনই বলেছিলেন, ‘আমি এই ভাঙা গাড়ি নিয়েই ঘুরব।  সেদিন বিধান সভায় নওসাদ সিদ্দিকে প্রশ্ন করায় ,উত্তরে নওসাদ সিদ্দিকি বলেন, ‘আমার তো কয়লা, গরু আর

৬ মার্চ — এখনো সেই ভাঙা স্করপিওতেই ঘুরছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি । শনিবার জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সেই ভাঙা স্করপিও নিয়ে বিধানসভায় পৌঁছেছেন। ভাঙড়েই   তাঁর গাড়ির উপর হামলা হয়েছিল। সেদিনই বলেছিলেন, ‘আমি এই ভাঙা গাড়ি নিয়েই ঘুরব।
 সেদিন বিধান সভায় নওসাদ সিদ্দিকে প্রশ্ন করায় ,উত্তরে নওসাদ সিদ্দিকি বলেন, ‘আমার তো কয়লা, গরু আর কাটমানির হারামের টাকা নেই যে, একটা স্করপিও ভাঙবে আর ফরচুনার কিনে নেব। টাকাপয়সা আছে। কিন্তু হারামের টাকা নেই। এটাই আমার গাড়ি।এটা নিয়েই ঘুরব।’

নওসাদ এদিন বলেন, ‘আমি জেলে থাকার সময়ে সমস্ত জনগণ বা বিরোধী দল , বুদ্ধিজীবীরা  গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছিল। আমি তাঁদের ধন্যবাদ জানাই।’ গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন আমি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব।

Advertisement

Advertisement