• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভগবতকে পাল্টা তোপ ওয়াইসির, মুসলিমরাই কন্ডোম ব্যবহার করে সবচেয়ে বেশি

হায়দরাবাদ, ৯ অক্টোবর– জনসখ্যা নিয়ে ভগবতকে এবার পাল্টা তোপ দাগলেন ওয়াইসি। দশেরার বার্ষিক অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। ভগবত বলেছিলেন যে, হিন্দু জনসংখ্যা কমছে। পাল্লা দিয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা। ফলে এরকম চলতে থাকলে অচিরেই ভারতে মুসলমানরা হয়ে যাবে জনসংখ্যার বিচারে সংখ্যাগুরু। রবিবার ভগবতের উদ্দেশে পাল্টা তোপ দাগলেন অল

হায়দরাবাদ, ৯ অক্টোবর– জনসখ্যা নিয়ে ভগবতকে এবার পাল্টা তোপ দাগলেন ওয়াইসি। দশেরার বার্ষিক অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবত জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। ভগবত বলেছিলেন যে, হিন্দু জনসংখ্যা কমছে। পাল্লা দিয়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা। ফলে এরকম চলতে থাকলে অচিরেই ভারতে মুসলমানরা হয়ে যাবে জনসংখ্যার বিচারে সংখ্যাগুরু। রবিবার ভগবতের উদ্দেশে পাল্টা তোপ দাগলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

হায়দরাবাদের সাংসদ বলেন, “মোহন ভগবত তথ্য বিকৃত করছেন। মুসলমানদের জন্মহার বৃদ্ধি পায়নি। বরং কমেছে। কেন্দ্রের তথ্যই তা বলছে।” সেইসঙ্গে ওয়াইসি এও বলেন, “সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন কারা? আমরা। মুসলিমরা।”

Advertisement

ভগবতের যুক্তি ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণের সব ধর্মের জন্য একটা নীতি গ্রহণ করা উচিত। নইলে ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য থাকবে না। অদূর ভবিষ্যতে যা ভারতকে বিপদের মুখে দাঁড় করাবে।

Advertisement

ওয়াইসির কথায়, “আতঙ্কিত হবেন না। কেন্দ্রের তথ্যই বলছে মুসলিমদের জন্মহার ২ শতাংশ কমেছে। বিজেপি এবং আরএসএস সিদ্ধান্ত নিয়েছে যে, তারা দেশের জনগণকে খাবারের ব্যবস্থা না করে মুসলিমদের উপর হামলা করবে।” 

Advertisement