দিল্লি, ২৫ সেপ্টেম্বর – পুদুচেরি, নাগাল্যান্ড ও মেঘালয়ের নতুন দলীয় সভাপতি ঘোষণা করেছে বিজেপি। মেঘালয়ে সভাপতি পদে একজন মুসলিম নেতাকে বসিয়ে চমক দিল পদ্ম শিবির। মেঘালয়ের নতুন সভাপতি হয়েছেন রিকমন মোমিন। পুদুচেরি ও নাগাল্যান্ডের সভাপতি করা হয়েছেন যথাক্রমে এস স্লেগনাবথি এবং বেঞ্জামিন এপথোমি।
মেঘালয়ের নতুন সভাপতি পেশায় ব্যবসায়ী রিকমন মোমিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত। নানা সময়ে তাঁর বক্তব্যে প্রকাশ পেয়েছে মোদির কথা ও কাজই তাঁকে বিজেপির প্রতি আকৃষ্ট করেছে। ২০১৯-এ মোমিনকে বিজেপি তুরা আসন থেকে টিকিট দিয়েছিল। তবে জিততে পারেনননি।
Advertisement
মেঘালয়ে বিজেপির সভাপতি ছিলেন আর্নেস্ট মারবি। তাঁর তিন বছরের মেয়াদকাল কিছুদিন আগেই শেষ হয়েছে। তাঁকে ওই পদে রাখা হবে কিনা, তা নিয়ে দলে জল্পনা চলছিল। দলীয় সূত্রের খবর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পরামর্শে মোমিনকে সভাপতি করা হল।
Advertisement
Advertisement



