• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

২৫ এই বিদায় মুনবিনের 

সাউথ কোরিয়ান পপ তারকা মুনবিন মারা গেছেন। বুধবার রাতে সিউলে তার অ্যাপার্টমেন্টে ২৫ বছর বয়সী এই তারকার মরদেহ পাওয়া গেছে।বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুনবিনকে সিউলের গ্যাংনাম জেলায় অবস্থিত নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে

সাউথ কোরিয়ান পপ তারকা মুনবিন মারা গেছেন। বুধবার রাতে সিউলে তার অ্যাপার্টমেন্টে ২৫ বছর বয়সী এই তারকার মরদেহ পাওয়া গেছে।বৃহস্পতিবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুনবিনকে সিউলের গ্যাংনাম জেলায় অবস্থিত নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

Advertisement

মুনবিনের রেকর্ড লেবেল ফ্যান্টিয়াগো বিবৃতিতে বলেছে, মুনবিন অপ্রত্যাশিতভাবে আমাদের পৃথিবী ছেড়ে আকাশের তারা হয়ে গেছেন। 

Advertisement

২০১৬ সালে অ্যাস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে শৈশবে মুনবিন অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তার ১টি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল।

মুনবিনের রেকর্ড লেবেল ফ্যান্টিয়াগো বিবৃতিতে বলেছে, মুনবিন অপ্রত্যাশিতভাবে আমাদের পৃথিবী ছেড়ে আকাশের তারা হয়ে গেছেন। 

Advertisement