কলকাতা:- প্রকাশিত হল মোহনবাগানের ইন্টার জোনাল পর্বের খেলার সূচি। আগে চূড়ান্ত হয়ে গিয়েছিল এএফসি কাপের গ্রুপ। গ্রুপ-ডি-তে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সূত্রের খবর, জানা গিয়েছে, এএফসি কাপের সূচিও। ইন্টার জোনাল পর্বে মোহনবাগানকে খেলতে হবে ওডিশা এফসি, মাজিয়া স্পোর্টস, বসুন্ধরা কিংসের সঙ্গে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচগুলি খেলতে হবে সবুজ মেরুনকে। জুয়ান ফেরান্দোর দল এএফসি কাপের ইন্টার জোনালের গ্রুপ পর্বের অভিযান শুরু করছে আগামী ১৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে বুমোস-লিস্টনদের প্রতিপক্ষ ওডিশা এফসি। ২ অক্টোবর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আইএসএল চ্যাম্পিয়নরা। ২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাগানেমর প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা এফসি। কিন্তু এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় আছে। কারণ সেইদিন বিজয়া দশমী। পুলিশি অনুমতি পাওয়া নিয়ে সংশয় আছে। ৭ই নভেম্বর পদ্মাপারে মাঠে নামবে মোহনবাগান। ২৭ নভেম্বর ওডিশার বিরুদ্ধে ঘরের খেলতে নামবে জুয়ান ফেরান্দোর দল। ১১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাগানের প্রতিপক্ষ মাজিয়া। এই ম্যাচটি হবে অ্যাওয়ে। মোহনবাগানের মুখোমুখি ওড়িশা এফসি। প্রসঙ্গত, নেপালের মাচিন্দ্রা ও বাংলাদেশের ঢাকা আবাহনীকে খুব সহজেই হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছেছে মোহনবাগান। ওড়িশা এফসি গত মরসুমে সুপার কাপ জিতেছিল। আর মোহনবাগানকে এএফসি কাপের গ্রুপ পর্বে উঠতে দু’টি প্লে-অফের ম্যাচ খেলতে হয়েছে। মরসুমের শুরু থেকেই এএফসি্ কাপকে ফোকাস করেছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। ডার্বির ধাক্কা কাটিয়ে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ক্রমশই ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে জেসন কামিংস-সাদিকুরা। মোহনবাগানের লক্ষ্য মিশন ডুরান্ড কাপ। আগামী রবিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের কাছে হেরে চাপে পড়ে যায় বাগান।
Advertisement
Advertisement



