ভোটের মুখে গুজরাতকে মোদির তোফা ৭১ হাজার নিয়োগপত্র 

Written by SNS November 21, 2022 5:49 pm

দিল্লি, ২১ নভেম্বর– ভোটের মুখে চাকরির তোফা মোদির। দেড় বছরে ১০ লাখ মানুষকে চাকরি দেবে কেন্দ্রীয় সরকার। কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামীকাল মঙ্গলবার ৭১ হাজার জনকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়া হবে। বলাই বাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কয়েকজনের হাতে প্রতীকী নিয়োগপত্র তুলে দেবেন। বাকিদের কাছে আগামীকালই মেলে পৌঁছে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সফট কপি।

এর আগে ধনতেরাসের দিন প্রধানমন্ত্রী ৭৫ হাজার জনের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছিলেন। আজ মঙ্গলবার  যে ৭১ হাজার জন নিয়োগপত্র পেতে চলেছে তাদের মধ্যে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার আছেন। আছেন আধাসেনায় নিয়োগপ্রাপ্তরা।

গুজরাতে আগামী ১ ও ৫ ডিসেম্বর ভোট। হিমাচলপ্রদেশে ভোট গ্রহণ হতে গিয়েছে। কিন্তু ফল প্রকাশিত না হওয়ায় সেখানে নির্বাচনী আচরণবিধি বলবৎ আছে। ফলে ওই দুই রাজ্যের প্রার্থীদের হাতে কাল নিয়োগপত্র দেওয়া হবে না। তবে ওয়াকিবহাল মহলের মতে এর থেকে রাজনৈতিক লাভ যা পাওয়ার প্রধানমন্ত্রীর দলই তা পাবে। বিরোধীদের কেউ কেউ সেই কারণেই আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে।