৫জি-র তারিখ ঘোষণা করল মোদি সরকার

Written by SNS September 24, 2022 5:45 pm

দিল্লি, ২৪ সেপ্টেম্বর– পুজোর শুরুতেই দেশকে ৫জি পরিষেবার উপহার দিতে চলেছে কেন্দ্র । আগামী ১ অক্টোবর থেকে দেশজুড়ে চালু হতে চলেছে ৫জি পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন এই পরিষেবার।

শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টুইট করে জানান হয়, ভারতের ডিজিটাল রূপান্তর ও সংযোগকে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ৫জি পরিষেবা চালু করবেন।

কেন্দ্রীয় টেলিকম দফতর জানিয়েছে, প্রথম ধাপে দিল্লি, কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই সহ মোট ১৩টি শহরে এই উচ্চ গতি ও ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু হলেও পরে ধাপে ধাপে গোটা দেশজুড়ে এই পরিষেবা চালু হবে। 

চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ৫জি স্প্রেকট্রামের নিলাম শেষ হয়ে গিয়েছে। নিলাম শেষ হতেই এই পরিষেবা চালুর প্রহর গুনতে শুরু করেছিল দেশবাসী। কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অক্টোবর থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে দেশে।