চিনা মোবাইল প্রসঙ্গ টেনে রাহুলকে ‘মূর্খদের সর্দার’ বলে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

Written by Sunita Das November 14, 2023 5:10 pm

ভোপাল, ১৪ নভেম্বর– এবার চিনা মোবাইলকে হাতিয়ার করে রাহুল গান্ধির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার মধ্যপ্রদেশে নির্বাচনী সমাবেশে রাহুলের একটি মন্তব্যকে হাতিয়ার করে তাঁকে মূর্খদের সর্দার বলে তীব্র উপহাস করেন মোদি৷ যদিও এখানে তিনি রাহুলের নাম নেননি৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘শুনলাম সোমবার কংগ্রেসের এক জ্ঞানীগুণী নেতা নির্বাচনী ভাষণে বলেছেন, আপনাদের হাতে হাতে নাকি সব চাইনিজ মোবাইল৷ এই কথা মূর্খদের সর্দার ছাড়া আর কে বলতে পারেন৷’
প্রসঙ্গত, সোমবার মধ্যপ্রদেশের সভায় রাহুল জনতার উদ্দেশে বলেছিলেন, আপনাদের হাতে হাতে চিনা মোবাইল, শার্টের কলারে দেখুন, মেড ইন চায়না লেখা৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ‘মেড ইন চায়না’র পরিবর্তে ‘মেড ইন মধ্যপ্রদেশ’ পণ্য ব্যবহারের সুযোগ করে দেবে৷
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাঁচ বছর আগে কংগ্রেস নেতারা আমাকে দিনে পাঁচবার গালি দিতেন৷ এখন পঞ্চাশ বার দেন৷ আমার তাতে কিছু যায় আসে না৷ দুর্ভাগ্যের হল কংগ্রেস নিজের দেশকে চিনতে শেখেননি৷ তাঁরা দেশের উন্নয়ন, পরিবর্তন দেখতে পান না৷ প্রধানমন্ত্রীর দাবি, ভারতে এখন বিপুল পরিমাণে মোবাইল সেট তৈরি হচ্ছে৷ হাতে হাতে চিনা মোবাইল থাকার অভিযোগ ভিত্তিহীন৷
যদিও মোদির আক্রমণ নিয়ে কংগ্রেস এখনও দলগত প্রতিক্রিয়া দেয়নি৷ রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রীর এমন অবমাননাকর মন্তব্যের কড়া জবাব দেবে কংগ্রেস৷ গুজরাত দাঙ্গার পর ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মউত কি সওদাগর’ বলে আক্রমণ শানিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি৷ সোনিয়া মন্তব্য প্রত্যাহার না করলেও পদ্ম শিবিরে তীব্র আক্রমণের মুখে পডে়ছিলেন৷