• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

বিজেপিতে যোগ দিচ্ছেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লালরিনলিয়ানা সাইলো।

মিজোরাম:- নভেম্বরেই মিজোরাম সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বড় ধাক্কা মিজো ন্যাশানাল ফ্রন্টে (MNF)। ইস্তফা দিলেন লালরিনলিয়ানা সাইলো। যিনি মিজোরাম বিধানসভার অধ্যক্ষ ছিলেন। এবং সে রাজ্যের প্রথম সারির নেতাদের মধ্যে একজনও। ফলে লালরিনলিয়ানা সাইলো এর মতো একজন নেতার মিজো ন্যাশানাল ফ্রন্ট (MNF) ছাড়ার সিদ্ধান্ত বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। সূত্রের খবর, জানা

মিজোরাম:- নভেম্বরেই মিজোরাম সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বড় ধাক্কা মিজো ন্যাশানাল ফ্রন্টে (MNF)। ইস্তফা দিলেন লালরিনলিয়ানা সাইলো। যিনি মিজোরাম বিধানসভার অধ্যক্ষ ছিলেন। এবং সে রাজ্যের প্রথম সারির নেতাদের মধ্যে একজনও। ফলে লালরিনলিয়ানা সাইলো এর মতো একজন নেতার মিজো ন্যাশানাল ফ্রন্ট (MNF) ছাড়ার সিদ্ধান্ত বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। সূত্রের খবর, জানা যাচ্ছে, খুবই শীঘ্র লালরিনলিয়ানা সাইলো বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে মিজোরামের বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন। মিজোরামের উন্নয়ন করতেই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত বলেও জানিয়েছেন লালরিনলিয়ানা সাইলো। জানা গিয়েছে, এবার সে রাজ্যের বিধানসভা নির্বাচনে MNF তাঁকে টিকিট না দেওয়ার কথা জানিয়েছে। আর এরপরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। আর এরপরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে মিজোরামে বিপুল ভোটে জয় পান সাইলো। এরপর দীর্ঘদিন ধরে মিজোরাম বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। সেখানে মিজোরামের পরিস্থিতি নিয়ে কার্যত একরাশ ক্ষোভ উগরে দেন। জানা গিয়েছে, সাইলো বলেন, রাজ্যের পরিস্থিতি মোটেই ভালো নয়। রাজ্যের উন্নতি এবং বিকাশের জন্যেই বিজেপিতে যোগ দেওয়া বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই সাইলো দলবদল করতে পারেন বলে জানা গিয়েছে। মিজোরামের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। গত কয়েকদিনে ৭জন বিধায়ক ইস্তফা দিয়েছে। সেই তালিকায় কংগ্রেসেরও বিধায়কও আছেন। জানা গিয়েছে, আগামী ৭ই নভেম্বর ভোট রয়েছে মিজোরামে। এক দফায় ভোট হবে। মোট আসন সংখ্যা ৪০ টি। আগামী ৩রা ডিসেম্বর রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের সঙ্গেই ভোটের ফলাফল প্রকাশ হবে মিজোরামেরও।