রেইকজাভিক , ৭ জুলাই – ২৪ ঘণ্টার মধ্যে ২২০০ বার কেঁপে উঠল আইসল্যান্ডের রাজধানী রেকজ়াভিক এবং তার আশপাশ এলাকা। এই সময়ের মধ্যে দু’হাজারেরও বেশি বার ভূকম্পন হওয়ায় বড়সড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদেরা।
কেন এত বার কম্পন? এ প্রসঙ্গে আইসল্যান্ডের আবহিবিদেরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাত হওয়ার আগে এটি একটি বড় সঙ্কেত। এবং সেটি খুব শীঘ্রই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএমও সূত্রে খবর, বেশির ভাগই মৃদু কম্পন হয়েছে। তবে তার মধ্যে সাতটি মাঝারি ধরনের কম্পন হয়েছে।
Advertisement
সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের মধ্যে রয়েছে আইসল্যান্ড। ফলে মাঝেমধ্যেই সেখানে কম্পন অনুভূত হয়। কিন্তু এত বার কম্পন এর আগে হয়নি বলেও জানাচ্ছেন আবহবিদরা। অগ্ন্যুৎপাতের আগে এই কম্পনে প্রাকৃতিক দুর্যোগের ছবি কতটা ভয়াবহ হবে তা স্পষ্ট করে ব্যাখ্যা দিতে পারেননি তাঁরা।
Advertisement
Advertisement



