মেঙ্গালুরুতে যাত্রীবোঝাই অটোয় আগুন জঙ্গিদের ছক, জানাল পুলিশ   

Written by SNS November 20, 2022 2:52 pm
মেঙ্গালুরু, ২০ নভেম্বর– চলতে-চলতে আচমকা বিস্ফোরণ ঘটেছিল মেঙ্গালুরুতে যাত্রীবোঝাই একটি অটোয়।  অগ্নিদগ্ধ অবস্থায় অটোচালক এবং যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার বিকেলের এই ঘটনায় প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও রবিবার তদন্তের পর পুলিশের দাবি , সাধারণ বিস্ফোরণ নয়, নাশকতার  উদ্দেশ্য নিয়েই বিস্ফোরণ ঘটানো হয়েছিল মেঙ্গালুরুর ওই অটোয়।

শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় মেঙ্গালুরুর যাত্রীবোঝাই একটি অটোয় । বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। অটোর যাত্রীদের এবং চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় হতাহত হননি কেউই। আপাতত বিপদমুক্ত সকলেই।

অটোচালক প্রাথমিকভাবে জানিয়েছিলেন, অটোর ভিতরে থাকা এক যাত্রীর ব্যাগ থেকেই আগুন লেগে গিয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছিল ফরেনসিক দল। তদন্তে নামে পুলিশও। শনিবারের সেই ঘটনার পর রবিবার সকালেই চঞ্চল্যকর তথ্য প্রকাশ করলে কর্নাটক পুলিশ।