তিরুবন্তপুরম, ২৮ আগস্ট– লিভ ইন সঙ্গী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই সন্দেহের বশেই প্রেশার কুকার দিয়ে তাঁকে খুন করলেন প্রেমিক! এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২৯ বছরের বৈষ্ণব নামের এক যুবকের সঙ্গে দুয়েক ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন ২৪ বছরের দেবা নাম্নী তরুণী। দু’জনেই কেরলের বাসিন্দা। গত রবিবার তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে। বৈষ্ণবের সন্দেহ হচ্ছিল, দেবা কারও সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। এই নিয়েই বচসা। এরপরই রাগের চোটে ভারী প্রেশার কুকার দিয়ে দেবার মাথায় মারেন অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। এরপরই সেখান থেকে পালিয়ে যান বৈষ্ণব।
Advertisement
মৃতা তরুণীর বোন বারবার ফোন করেও দিদির তরফে কোনও সাড়া না পাওয়ার পরই তাঁদের সন্দেহ হতে থাকে। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করলে খবর যায় পুলিশে। এরপরই সামনে আসলে মর্মান্তিক সত্য। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বৈষ্ণব।
Advertisement
Advertisement



