• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

রণবীরের দুঃখ বাড়াল কেকে আগুন

মুম্বই: সামান্য এক কেক যে তাকে আইনি মারপঁ্যাচে জড়াতে পারে তা এখন ভালই টের পাচ্ছেন রণবীর কাপুর৷ বড়দিনে কাপুর পরিবারের সবাই মিলিত হয়েছিলেন৷ সেখানেই দেখা যায় কেক কাটার সময় নায়ক বলছেন ‘জয় মাতা দি’৷ ব্যস সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তৈরি হয়েছে সমস্যা৷ প্রতি বছরই এ দিন একসঙ্গে খাওয়াদাওয়া করেন তাঁরা৷ এ বছরটা আরও আলাদা৷

মুম্বই: সামান্য এক কেক যে তাকে আইনি মারপঁ্যাচে জড়াতে পারে তা এখন ভালই টের পাচ্ছেন রণবীর কাপুর৷ বড়দিনে কাপুর পরিবারের সবাই মিলিত হয়েছিলেন৷ সেখানেই দেখা যায় কেক কাটার সময় নায়ক বলছেন ‘জয় মাতা দি’৷ ব্যস সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তৈরি হয়েছে সমস্যা৷ প্রতি বছরই এ দিন একসঙ্গে খাওয়াদাওয়া করেন তাঁরা৷ এ বছরটা আরও আলাদা৷ কারণ, এই প্রথম মেয়ে রাহা কাপুরকে সকলের সামনে আনলেন রণবীর এবং আলিয়া ভট্ট৷ ফলে অন্য বারের তুলনায় উত্তেজনাও ছিল কয়েক গুণ বেশি৷ ২৫ ডিসেম্বরের বিশেষ কেক কেটে তার উপর মদ ঢেলে সেই দিনটা উদ্যাপন করেন তাঁরা৷ সেই আগুন জ্বালানোর সময়ই রণবীরের মুখে শোনা যায় ‘জয় মাতা দি’ ধ্বনি৷ যে ভিডিয়ো নিমেষে ছডি়য়ে পডে়৷ যা দেখার পরেই মুম্বইয়ের এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন নায়কের বিরুদ্ধে৷
নায়ক নাকি ধর্মকে আঘাত করেছেন, দাবি সেই ব্যক্তির৷ যিনি অভিযোগ দায়ের করেছেন তাঁর নাম সঞ্জয় তিওয়ারি৷ আশিস রাই এবং পঙ্কজ মিশ্র নামক দুই উকিলের মাধ্যমে অভিযোগ জানান তিনি৷ যে অভিযোগে লেখা হয়েছে, ‘হিন্দু ধর্মে সবার আগে অগ্নি দেবতাকে পুজো করা হয়৷ রণবীর কাপুর এবং তাঁর পরিবারের সদস্যরা ইচ্ছাকৃত ভাবে অন্য ধর্মের উৎসব পালনের সময় মদের ব্যবহার করেছেন সেই সঙ্গে জয় মাতা দি স্লোগান দিয়েছেন৷’ যদিও এ প্রসঙ্গে রণবীর বা তাঁর পরিবারের তরফে থেকে কোনও উত্তর পাওয়া যায়নি৷