• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সেক্সে না বলায় প্রেমিকার গলায় স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে পালাল প্রেমিক

লখনউ, ১৯ আগস্ট– প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল প্রেমিক। কিন্তু সেই প্রস্তাবে সেই মুহূর্তে রাজি হননি প্রেমিকা । এরপরেই প্রত্যাখ্যাত হওয়ার রাগে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে প্রেমিকার গলায় পরের পর কোপ মারল প্রেমিক! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গুরুগ্রামে গত বৃহস্পতিবার। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বিবাহিত। তবে স্বামীর সঙ্গে তিনি থাকেন না। গুরুগ্রামে একটি ভাড়া নেওয়া ফ্ল্যাটে

লখনউ, ১৯ আগস্ট– প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল প্রেমিক। কিন্তু সেই প্রস্তাবে সেই মুহূর্তে রাজি হননি প্রেমিকা । এরপরেই প্রত্যাখ্যাত হওয়ার রাগে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে প্রেমিকার গলায় পরের পর কোপ মারল প্রেমিক!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গুরুগ্রামে গত বৃহস্পতিবার। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বিবাহিত। তবে স্বামীর সঙ্গে তিনি থাকেন না। গুরুগ্রামে একটি ভাড়া নেওয়া ফ্ল্যাটে থাকছিলেন তিনি। সেখানেই শিবম কুমার নামে কনৌজের বাসিন্দা যুবকের সঙ্গে আলাপ হয় ২৮ বছর বয়সি ওই তরুণীর। দুজনে পরস্পরের প্রেমে পড়ে যান। লিভ ইন সম্পর্কেও থাকতে শুরু করেন যুগলে।

Advertisement

তরুণী জানিয়েছেন, লিভ ইন করতে শুরু করার পরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে শিবম। কিন্ত তারপর তরুণী জানতে পারেন, প্রেমিক ইতিমধ্যেই বিবাহিত। এরপরেই ফের তার সঙ্গে ঘনিষ্ঠ হতে আপত্তি করেন তরুণী।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি বাইকে করে তরুণীর ফ্ল্যাটে আসে শিবম। এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রেমিকাকে জোরাজুরি করতে শুরু করে সে। কিন্তু তাকে প্রত্যাখ্যান করেন তরুণী। তাতেই প্রবল রাগে একটি স্ক্রু-ড্রাইভার বের করে প্রেমিকার গলায় ঢুকিয়ে দেয় অভিযুক্ত। বেশ কয়েকবার কোপ মারার পর সেখান থেকে পালিয়ে যায় সে।

প্রতিবেশীরাই গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অভিযোগের ভিত্তিতে সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। গুরুগ্রামের রাজিব চক এলাকা থেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিবম কুমারকে।

Advertisement