গ্রেফতার শরদ পওয়ারকে খুনের হুমকি পাঠানো তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী

Written by SNS June 12, 2023 4:13 pm

দিল্লি, ১২ জুন– এনসিপি প্রধান শরদ পওয়ারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ফেসবুকে দু’টো ভুয়ো অ্যাকাউন্ট খু‌লে পওয়ারকে খুনের হুমকি দিয়েছিলেন।

সম্প্রতি দু’টি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শরদ পওয়ারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একটি ফেসবুক পোস্টে লেখা হয়, “নরেন্দ্র দাভোলকরের মতোই পরিণতি হতে চলেছে শরদ পওয়ারের।” উল্লেখ্য মহারাষ্ট্রের সমাজকর্মী দাভোলকর ২০১৩ সালে খুন হন। এই ফেসবুক পোস্টের পরেই থানায় অভিযোগ দায়ের করনে পওয়ার-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে।

এই বিষয়ে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছিল পুলিশ। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার তদন্তে সাগর বারভে নামের ওই ব্যক্তির নাম উঠে আসে। পুণের বাসিন্দা ওই ব্যক্তিকে মুম্বইতে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।