• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

মমতার দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে: অমর্ত্য সেন

দিল্লি, ১৪ জানুয়ারি– ২০২৪-র লোকসভা ভোটের একবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। অমর্ত্য সেন বলেছেন, ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আগামী বছরের ভোট কখনই একমুখী বা বিজেপি কেন্দ্রীক হবে না। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি ।’ এই প্রসঙ্গে তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টি ও ডিএমকের কথা

দিল্লি, ১৪ জানুয়ারি– ২০২৪-র লোকসভা ভোটের একবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। অমর্ত্য সেন বলেছেন, ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আগামী বছরের ভোট কখনই একমুখী বা বিজেপি কেন্দ্রীক হবে না। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি ।’ এই প্রসঙ্গে তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টি ও ডিএমকের কথা বলেছেন তিনি। এছাড়াও সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাঘু করা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। 
‘জাতির জনক’ মহাত্মা গান্ধির প্রসঙ্গ টেনে নোবেলজয়ীর মন্তব্য, “জাতীয় সংহতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছিলেন গান্ধীজি। কিন্তু বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার সিএএ লাগু করতে চলেছে। এই আইন দেশে লাগু হয়ে গেলে সংখ্যালঘুরা গুরুত্ব হারাবেন।