• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কলকাতা, ১২ অক্টোবর –  দেবীপক্ষের আগেই পুজো উদ্বোধন হয়ে গেল কলকাতা ও জেলায়। ভার্চুয়ালি বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।  জানালেন, পুজো সবার ভালো কাটুক, সবাইকে শুভনন্দন। তিনি এও জানান  তাঁর শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে

কলকাতা, ১২ অক্টোবর –  দেবীপক্ষের আগেই পুজো উদ্বোধন হয়ে গেল কলকাতা ও জেলায়। ভার্চুয়ালি বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।  জানালেন, পুজো সবার ভালো কাটুক, সবাইকে শুভনন্দন। তিনি এও জানান  তাঁর শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে সমস্যা আছে।  তাই তিনি সশরীরে যেতে পারলেন না জেলার পুজো মণ্ডপগুলিতে। কিন্তু মানসিকভাবে তিনি সকলের কাছে পৌঁছে গিয়েছেন।

 মুখ্যমন্ত্রীর পায়ে চোট থাকায় তিনি এখন হেঁটে পুজো উদ্বোধনে যেতে পারবেন না , একথা জানা যায় আগেই।  গত মাসে বিদেশ সফর থেকে ফেরার পরই তিনি এসএসকেএমে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর বাঁ হাঁটুতে সমস্যা আছে, সুস্থ হওয়ার জন্য বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী আপাতত বাড়িতেই রয়েছেন।  তাই বাড়ি থেকেই  দুর্গাপুজোর ভার্চুয়াল  সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাতিবাগান সর্বজনীন, আহিরিটোলা সর্বজনীনের উদ্বোধনের পাশাপাশি জেলার কয়েকটি পুজোরও উদ্বোধন হল বৃহস্পতিবার ।