কলকাতা,২৪ এপ্রিল — কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ, হলুদ জার্সিতে ভরা স্টেডিয়াম দেখে অভিভূত ধোনি। সেই সূত্র ধরেই মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে। বড় সংখ্যায় মাঠ ভরিয়েছিলেন যাঁরা, তাঁদের অনেকই কেকেআরের ফ্যান এবং পরের কেকেআর ম্যাচে হয়তো নাইটদের জার্সি গায়ে পড়েই মাঠে আসবেন, আজকের দিনে আমার জন্যই হয়তো হলুদ জার্সি পড়েছিলেন তারা। ওঁরা হয়তো ভেবেছেন আমাকে ফেয়ারওয়েল দেওয়ার এটাই সবথেকে ভালো পন্থা । ব্যক্তিগতভাবে তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
Advertisement
Advertisement



