মুম্বাই, ২৮ সেপ্টেম্বর– মা হতে চলেছেন বিপাশা বসু। ইতিমধ্যে বিপাশার সাধের অনুষ্ঠানও দেখে ফেলেছে তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগে তো স্বামী করণ সিং গ্রোভারকে পাশে নিয়ে দ্বিতীয়বার বেবি শাওয়ারের অনুষ্ঠানও করেছেন অভিনেত্রী। তবে এত অনুষ্ঠানের মাঝেও বেশ চিন্তিত বিপাশা বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা স্পষ্ট জানালেন, মা হওয়া এই জার্নিটা মোটেই সহজ ছিল না। এই সময়টা বেশ অন্যরকম। দিনরাত উথাল-পাথাল হয়ে যায়। আরও বলেন, প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এটা কমতে থাকল। এই সময়টা আমি কোনও স্পেশাল ডায়েটে নেই। নর্ম্যাল খাবার-দাবার খাচ্ছি। আগের মতোই কার্ব, ফ্যাট, প্রোটিন, ফল সবজি খাচ্ছি। হাঁটা, চলা, শোয়া, বসা সাবধানে করতে হচ্ছে।
Advertisement
Advertisement



