বেইজিং, ১১ আগস্ট– গতকাল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ‘লিল টে’ নামে পরিচিত জনপ্রিয় কানাডিয়ান র্যাপার ক্লেয়ার হোপের রহস্য জনক মৃত্যুর খবর! লিল টের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে জানানো হয়, খ্যাতি পাওয়া এই শিশু শিল্পী একা নন, একই ঘটনায় মৃত্যু হয়েছে তার ভাইয়েরও! কিন্তু শেষমেশ ভক্তদের মনের সব আশঙ্কা দূর করে লিল টে জানালেন, ‘তিনি বেঁচে আছেন এবং নিরাপদ আছেন’।
জনপ্রিয় এই কিশোরী র্যাপার জানান যে, তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তার এবং তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়। বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় ক্লেয়ার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। এই অপূরণীয় ক্ষতি ও কষ্টের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। আমাদের অবাক করে তার এই চলে যাওয়া অপ্রত্যাশিত। লিল টের ভাইও মারা গেছেন।’
Advertisement
উল্লেখ্য, লিল টে তার বিতর্কিত বিষয়বস্তুর কারণে মাত্র ৯ বছর বয়সে খ্যাতি অর্জন করে।
Advertisement
Advertisement



