প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক।

Written by SNS September 4, 2023 10:23 am

জিম্বাবোয়ে:- প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। সূত্রের খবর, শোনা গিয়েছিল প্রয়াত হয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। কিন্তু পরে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেন স্ট্রিকের প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা। কিন্তু জানা গিয়েছে, প্রয়াত হয়েছেন স্ট্রিক। এই প্রাক্তন ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকেও তাঁর প্রয়াণের খবর জানানো হয়েছে। স্ট্রিকের স্ত্রী নাদিন স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ফলে এবার আর গুজব বলে এই খবরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্ট্রিকের প্রয়াণের খবরে ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া।সতীর্থদের পাশাপাশি যাঁরা এই পেসারের বিরুদ্ধে খেলেছেন, তাঁরাও শোকপ্রকাশ করছেন। ১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে স্ট্রিকের বলেই সচিন তেন্ডুলকরের মিডল স্টাম্প ছিটকে গিয়েছিল। মাত্র ৩ রান করেই আউট হয়ে যান সচিন। সেই ম্যাচেই ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠেন স্ট্রিক। এই পেসার ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯টি ওডিআই ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০টিরও বেশি উইকেট নেন তিনি। জিম্বাবোয়ের প্রথম বোলার হিসেবে ওডিআই ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েন স্ট্রিক। জিম্বাবোয়ের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় স্ট্রিক। তিনি টেস্ট, ওডিআই মিলিয়ে ৪,৯৩৩ রান করেন এবং ৪৫৫টি উইকেট নেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১,০০০ রান ও ১০০ উইকেট এবং ওডিআই ফর্ম্যাটে ২,০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এই প্রাক্তন ক্রিকেটার কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত হন। এ বছরের মে মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাঁর মৃত্যুসংবাদ পাওয়া যায়। সেই খবর নাকি ভুয়ো ছিল। কিন্তু এবার সত্যিই এই প্রাক্তন ক্রিকেটার প্রয়াত হলেন।