• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডির বিরুদ্ধে তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগ কুন্তল ঘোষের 

কলকাতা , ০২ জুন –  ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ কুন্তল ঘোষ।  নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাপস মন্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষদের শুক্রবার আদালতে পেশ করা হয়। সেখানেই কুন্তল বলে ন, ‘ইডি মিথ্যে কথা বলছে। তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে।  একই সঙ্গে ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন কুন্তল।  তিনি বলেন,, “ইডির যদি ক্ষমতা থাকে, আমার স্টেটমেন্ট আদালতে

কলকাতা , ০২ জুন –  ইডির বিরুদ্ধে তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ কুন্তল ঘোষ।  নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাপস মন্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষদের শুক্রবার আদালতে পেশ করা হয়। সেখানেই কুন্তল বলে ন, ‘ইডি মিথ্যে কথা বলছে। তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে।  একই সঙ্গে ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন কুন্তল।  তিনি বলেন,, “ইডির যদি ক্ষমতা থাকে, আমার স্টেটমেন্ট আদালতে পেশ করা হোক।” গত কয়েকমাস ধরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে তদন্ত ৷  তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে আসছে একাধিক নাম ও তথ্য। যার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অনেকে। ইডির দাবি, জিজ্ঞাসাবাদে কুন্তলের বয়ানে উঠে এসেছিল কালীঘাটের কাকুর কথা।

প্রসঙ্গত, কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্র। কলকাতায় এসে তিনি একাধিক বৈঠক সারবেন তদন্তকারী আধিকারিকদের নিয়ে । নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে কয়লাকাণ্ড, গরু পাচার মামলা-সহ একাধিক তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। গাইডলাইন-সহ  কীভাবে তদন্ত প্রক্রিয়া চলবে সে বিষয় নিয়েই আলোচনা হবে। এদিকে দিল্লি থেকে হঠাৎ কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির  প্রধান সঞ্জয় মিশ্রর আসা নিয়ে চাপান-উতোর শুরু হয়ে গেছে । রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে সম্প্রতি গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সেই গ্রেফতারির পরই ইডি ডিরেক্টরের কলকাতায় আসা নতুন মাত্রা পেয়েছে। যাঁকে নিয়ম বদলে গত নভেম্বরে তৃতীয়বারের জন্য ইডির প্রধান হিসাবে বহাল করেছে কেন্দ্র। আরও ১ বছরের জন্য বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট পদে সঞ্জয়ের কাজ করার মেয়াদ।

Advertisement

Advertisement

Advertisement