মুম্বই: নায়ক-নায়িকাদের দুর্নীতিতে নাম থাকাটা যেন নয়া চল হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি ছিলেন জিএসটি আধিকারিক। তবে পরবর্তীতে পুরনো পেশা ছেড়ে গ্ল্যামারজগতে নাম লেখান অভিনেত্রী। এবার সেই নায়িকার নামই ইডি’র চার্জশিটে। ছোটপর্দার জনপ্রিয় মুখ কৃতি ভার্মা। একাধিক রিয়ালিটি শোয়েও অংশগ্রহণ করেছেন তিনি।
মাসখানেক ধরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে ছিলেন অভিনেত্রী কৃতী ভার্মা। এবার ২৬৩ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তাঁর। মঙ্গলবার ইডি’র চার্জশিটে অভিনেত্রীর নাম উঠল। যে চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে। উল্লেখ্য, ‘বিগ বস’, ‘এমটিভি রোডিজ’-এর মতো একাধিক হিন্দি রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে কৃতী ভার্মাকে। এছাড়াও, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ভূষণ পাতিল, রাজেশ শেট্টির নামও রয়েছে ইডি’র চার্জশিটে।
Advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালেই সরকারি পদ থেকে ইস্তফা দেন কৃতী ভার্মা। তখন তিনি থাকতেন দিল্লিতে। তারপরই মুম্বইতে পা রাখেন গ্ল্যামারদুনিয়ার টানে। একাধিক রিয়ালিটি শোয়ের সুবাদে জনপ্রিয়তাও লাভ করেন। জানা গিয়েছে, টিডিএস রিফান্ড আর্থিক তছরূপের মামলায় মূলচক্রী তানাজি মন্ডল অধিকারী। কৃতী ভার্মার বিরুদ্ধে অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষের লগ ইন আইডি ব্যবহার করেই প্রেমিকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন অভিনেত্রী। সেই টাকায় সম্পত্তি কেনেন বলেও অভিযোগ। যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।
Advertisement
Advertisement



