• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

র‌্যাকেট-থালার বাড়ি খাওয়ার বেশ অভিজ্ঞতা আছে কাজলের, কারণ… 

মুম্বাই,১২ জানুয়ারি– বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল শুধু তাঁর বড় হয়ে ওঠাই নয় তাঁর মার্ খাওয়া নিয়ে এক বিশেষ অভিজ্ঞতার কোটা শেয়ার করেছিলেন। সেখানে কাজল জানিয়েছিলেন কিভাবে তিনি র‌্যাকেট-থালার বাড়ি খেতে অভ্যস্ত ছিলেন। ভাবছেন এ আবার কি? সেলিব্রেটি তনুজা-সোমু মুখোপাধ্যায়ের মেয়ে কাজল আবার মার্ খেতে অভ্যস্ত হবেন কেন ? চলুন তাহলে একটু খোলসা করেই বলি।   কাজলের সাড়ে চার

মুম্বাই,১২ জানুয়ারি– বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল শুধু তাঁর বড় হয়ে ওঠাই নয় তাঁর মার্ খাওয়া নিয়ে এক বিশেষ অভিজ্ঞতার কোটা শেয়ার করেছিলেন। সেখানে কাজল জানিয়েছিলেন কিভাবে তিনি র‌্যাকেট-থালার বাড়ি খেতে অভ্যস্ত ছিলেন। ভাবছেন এ আবার কি? সেলিব্রেটি তনুজা-সোমু মুখোপাধ্যায়ের মেয়ে কাজল আবার মার্ খেতে অভ্যস্ত হবেন কেন ? চলুন তাহলে একটু খোলসা করেই বলি।  

কাজলের সাড়ে চার বছর বয়সেই তাঁর বাবা এবং মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সোমু মুখোপাধ্যায় এবং তনুজা যদিও তাঁদের সম্পর্কের আঁচ তাঁদের দুই মেয়ে কাজল এবং তনিশার উপর পড়তে দেননি। কাজলই বলেছিলেন, মায়ের সঙ্গে তাঁরা আলাদা হয়ে গেলেও বাবা তাঁদের পাশেই ছিলেন। কাজলের কথায়, ‘‘মা এবং বাবা খুব প্রগতিশীল মানুষ। আর তাঁদের এই মানসিকতার সুপ্রভাব পড়েছিল আমাদের বড় হয়ে ওঠায়।’’ কাজল মনে করেন, সময় মতো তাঁর বাবা-মা আলাদা হয়েছেন। নয়তো এক সঙ্গে থেকে গেলে সমস্যা বাড়তে পারত। কাজল বলেন, ‘‘আমার নিজের মেয়ে হওয়ার পর মায়ের আত্মত্যাগের মূল্য বুঝি।’’

Advertisement

Kajol says mom Tanuja explained everything to her like an adult: 'Whether it was my parents breaking up...' | Bollywood - Hindustan Times

Advertisement

ছোটবেলায় তাঁকে ঘিরেই তনুজার দিন কাটত। তার জন্য মাঝে মধ্যেই পিঠে দু-চার ঘা পড়ত কাজলের। বলি তারকা দুষ্টুমি করলে কখনও তাঁকে ব্যাডমিন্টন র‌্যাকেট দিয়ে, কখনও বা থালা ছুড়ে মারতেন তনুজা। কিন্তু কাজল ১৩ বছর বয়সে পড়তেই তনুজা তাঁকে বলেন, ‘‘আমি আর তোমাকে মারব না। এখন তুমি বড় হয়ে গিয়েছ। নিজের সিদ্ধান্ত, নিজের কাজের দায়িত্ব নিজেই নেবে।’’ যদিও সেই সঙ্গে এ কথাও জানিয়েছিলেন, যদি কখনও বড় কোনও ভুল করেন কাজল, তখন মারধর করতে দ্বিধাবোধ করবেন না তনুজা।

Advertisement