দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাশেই বিচারপতি বিশ্বজিৎ বসু  

Written by SNS September 29, 2022 6:20 pm

কলকাতা,২৯ সেপ্টেম্বর — দীর্ঘদিন যাবৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বহু স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মচারী তথা গ্রুপ সি এবং গ্রুপ-ডি কর্মচারী নিয়োগ, মেধা তালিকার ক্রম ভেঙে প্যানেলের একেবারে পিছনে থাকা প্রার্থীকে নিয়োগ করা ইত্যাদি প্রভৃতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এবং ওনার বিচার প্রক্রিয়ার ধারা নিয়ে আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন ঠিকই কিন্তু বাংলায় বিপুল সংখ্যক মানুষের কাছে তিনি এখন ভগবানের মতো হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ  মামলার শুনানি ছিল। সেই শুনানির সময়ে ভরা এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসু  জানালেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অনমনীয় অবস্থান নিয়ে চলছেন, তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর কথায়, “বিচারপতি গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছেন তাতে আমিও এবার সামিল হচ্ছি”।তা ছাড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতোই বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন বলেছেন, যাঁরা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাঁদের সবার নিয়োগ বাতিল করতে হবে। নতুন করে প্যানেল তৈরি করতে হবে। দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দেবে আদালত।