কলকাতা, ২২ সেপ্টেম্বর – এজলাসে বসেই ‘ভাইপো’ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কারও নাম না করে মামলার শুনানি চলাকালীনই তিনি মন্তব্য করলেন, “কে একটা ভাইপো আছে তার বাড়ি চার তলা। কোটি টাকার বাড়ি। কোথা থেকে আসে এত টাকা?” বিচারপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। “উনি বিচারব্যবস্থার কলঙ্কের মতো আচরণ করছেন”, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।