• facebook
  • twitter
Friday, 13 December, 2024

১৩৯ বছরে ইংল্যান্ডের উষ্ণতম সময় চলতি বছরের জুন মাস 

লন্ডন, ৪ জুলাই – এপ্রিল-মে মাসে গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হয় ভারতের বিভিন্ন রাজ্য। সেই গরম থেকে রেহাই পেতে শীতের দেশে পাড়ি দেন অনেকেই। যাঁদের সুযোগ আছে তাঁরা পাড়ি দেন বিদেশেও, যার মধ্যে অন্যতম প্রিয় দেশ গ্রেট ব্রিটেন। কিন্তু জুন মাসে এবার সেখানেও  দাবদাহের দাপট সহ্য করতে হয়েছে। সবথেকে উষ্ণ জুন মাস এবার উপলব্ধ হয়েছে ব্রিটেনবাসীর। ইংল্যান্ডের আবহাওয়া

A cyclist trains in the early morning, as hot weather continues, in Richmond Park, London, Britain, June 10, 2023. REUTERS/Toby Melville

লন্ডন, ৪ জুলাই – এপ্রিল-মে মাসে গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হয় ভারতের বিভিন্ন রাজ্য। সেই গরম থেকে রেহাই পেতে শীতের দেশে পাড়ি দেন অনেকেই। যাঁদের সুযোগ আছে তাঁরা পাড়ি দেন বিদেশেও, যার মধ্যে অন্যতম প্রিয় দেশ গ্রেট ব্রিটেন। কিন্তু জুন মাসে এবার সেখানেও  দাবদাহের দাপট সহ্য করতে হয়েছে। সবথেকে উষ্ণ জুন মাস এবার উপলব্ধ হয়েছে ব্রিটেনবাসীর। ইংল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছে, জুন মাসে সেখানে গড় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৩৯ বছরে সর্বোচ্চ।  ১৯৫০ থেকে পাওয়া তাপমাত্রা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা অন্তত ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

১৮৮৪ সালে জুন মাসে তপ্ত গ্রীষ্ম অনুভব করেছিল ইংল্যান্ড। সে বছরের তাপমাত্রাও উষ্ণতম নজিরের রেকর্ড গড়ে ছিল সেই দেশে। এর পর, ১৯৪০ সাল এবং ১৯৭৬ সালের জুন মাসে ব্রিটেনে তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সেই নজিরও ভেঙে গেল। কিন্তু  তাপমাত্রা বৃদ্ধির কারণ কি ? আবহবিদদের একাংশের মতে, জলবায়ুর বদলেই উষ্ণ হচ্ছে শীতল দেশ।

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’। সংস্থার ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস এক বিবৃতিতে বলেছেন, ‘‘চলতি বছরের জুন মাস ‘উষ্ণতম’ হিসাবে নতুন নজির তৈরি করেছে।’’