• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শাহরুখ জোয়ারে মাঝরাতে ‘জওয়ান’ শো রায়গঞ্জে 

কলকাতা: জওয়ান জোয়ারে ভাসছে গোটা দেশ। গ্রাম থেকে গ্রামান্তর কোথাও বাকি নেই শাহরুখের জওয়ান জ্বরে কাঁপতে। শাহরুখ ভক্তদের সেই উন্মাদনাকে উসকে দিতে হাজির রাজ্য়ের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলো। এই যেমন জানা গিয়েছে, কলকাতার নিউটাউন এলাকার মীরাজ মাল্টিপ্লেক্সে জওয়ানের প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। আর এবার নতুন খবর হল কলকাতার উন্মাদনাকে টপকে রায়গঞ্জে বৃহস্পতিবার রাত সোয়া

কলকাতা: জওয়ান জোয়ারে ভাসছে গোটা দেশ। গ্রাম থেকে গ্রামান্তর কোথাও বাকি নেই শাহরুখের জওয়ান জ্বরে কাঁপতে। শাহরুখ ভক্তদের সেই উন্মাদনাকে উসকে দিতে হাজির রাজ্য়ের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলো। এই যেমন জানা গিয়েছে, কলকাতার নিউটাউন এলাকার মীরাজ মাল্টিপ্লেক্সে জওয়ানের প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। আর এবার নতুন খবর হল কলকাতার উন্মাদনাকে টপকে রায়গঞ্জে বৃহস্পতিবার রাত সোয়া দুটো নাগাদই জওয়ান ছবির প্রথন শোয়ের ব্যবস্থা করে ফেলল কল্যাণী মাল্টিপ্লেক্স। অন্তত, তেমনই জানা যাচ্ছে টিকিট বিক্রির জনপ্রিয় অ্যাপ থেকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে পর্যন্ত জানা গিয়েছিল, কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার নিউ টাউনের মাল্টিপ্লেক্স মিরাজ সিনেমায় ভোর ৫টার স্লটে ছবির শো রয়েছে। এই রাজ্যে জওয়ান ছবি পরিবেশনের দায়িত্বে রয়েছে জনপ্রিয় প্রযোজক সংস্থা এসভিএফ। সংবাদমাধ্যমে এই সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ”আমাদের অনুমতি না নিয়েই শো খোলা হয়েছে। এখনও রেড চিলিজ-এর তরফে অনুমতি আসেনি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব। দেখা যাক অবশেষে কী হয়।’’

Advertisement

বলিউড সূত্রে খবর, সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণী বাজারও কাঁপাচ্ছে ‘জওয়ান’। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।

Advertisement

Advertisement