• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

উফ! বর্তমান ও প্রাক্তন দুই প্রসংশায়

মুম্বই: ব্যক্তিজীবন নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় থাকেন চঙ্কি কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে৷ সম্প্রতি তার অভিনীত ‘খো গেয়ে হাম কাহান’ মুক্তি পেয়েছে৷ সিনেমাটি মুক্তির আগে মুম্বাইয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করে নির্মাতারা৷ এতে রীতিমতো তারকাদের মেলা বসে৷ সবচেয়ে অবাক করা বিষয় হলো, সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হন অনন্যার বর্তমান চর্চিত প্রেমিক আদিত্য রায় কাপুর এবং প্রাক্তন প্রেমিক

মুম্বই: ব্যক্তিজীবন নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় থাকেন চঙ্কি কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে৷ সম্প্রতি তার অভিনীত ‘খো গেয়ে হাম কাহান’ মুক্তি পেয়েছে৷ সিনেমাটি মুক্তির আগে মুম্বাইয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করে নির্মাতারা৷ এতে রীতিমতো তারকাদের মেলা বসে৷ সবচেয়ে অবাক করা বিষয় হলো, সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হন অনন্যার বর্তমান চর্চিত প্রেমিক আদিত্য রায় কাপুর এবং প্রাক্তন প্রেমিক ইশান খট্টর! সিনেমাটি দেখার পর দু’জনই প্রিয় মানুষের প্রশংসায় স্তুতি গেয়েছেন ইনস্টাগ্রামে৷
নেটফ্লিক্সের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে, আদিত্য প্রেমিকার অভিনয় নিয়ে বলেন, ‘আমি সিনেমাটিকে ভালোবাসি, ভালোবাসতাম এবং ভালোবাসবো৷ আমি শুরু থেকেই সিনেমাটির পাশে অপেক্ষায় ছিলাম৷ প্রত্যেকের নিজের চরিত্রটি সুন্দরভাবে তুলে ধরেছে৷ অনন্যার কথা তো বলার অপেক্ষাই রাখে না৷ অনন্যা, তুমি তোমার মতোই অসাধারণ কাজ করেছো৷’
ইশান খট্টর সিনেমাটির পাশাপাশি হারানো প্রেমিকার অভিনয় দক্ষতার নিয়ে কথা বলেছেন৷ তিনি বলেন, ‘তারা তিনজনই তাদের হূদয় খুলে দিয়েছে৷ এটা তাই প্রাসঙ্গিক, এটা খুবই প্রাসঙ্গিক৷’ উল্লেখ্য, দীর্ঘদিন ইশানের সঙ্গে অনন্যার প্রেম নিয়ে সরগরম ছিল বলিপাড়া৷ তবে হঠাৎ সেই সম্পর্কে ইতি টানেন এই চর্চিত যুগল৷ এরপর একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছেন উঠতি নায়িকা অনন্যা৷ তবে শেষমেশ আদিত্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেত্রী৷