ওই পার্টিতে ভূমি হাজির হয়েছিলেন, সাদা শাড়ি এবং সাদার উপর রুপোলি জরির কারুকাজ করা এক ব্লাউজে। সেই ব্লাউজে তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্ট। শাড়িও বুকের বরাবর দু’ভাগে বিভক্ত। আর এই পোশাকের কারণেই সমাজমাধ্যমে ভয়ানক ‘ট্রোলিং’-এর শিকার হতে হল ভূমিকে।
এই শাড়ি পড়ার পর ভূমিকে তুলোধনা করে ছেড়েছেন সমাজমাধ্যমে অনেকে। কেউ তাঁর পোশাককে ‘অশ্লীল’ বলেছেন আবার কেউ বলেছেন, উরফির প্রভাবেই তিনি এ রকম পোশাক পড়েছেন। যদিও এই বিষয়ে এখনও কোন রকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
Advertisement
তবে ভূমি এক নন। ইদানীং যে কোনও বলিউড অভিনেত্রী একটু অন্য ধাঁচের সাজলেই তাঁকে উরফির সঙ্গে তুলনা করা হয়। এর আগেও জাহ্নবী কপূর বা শাহরুখ কন্যা সুহানাকেও এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে। সাহসী সাজ আর উরফি যেন সমার্থক হয়ে উঠেছেন।
Advertisement
Advertisement



