প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গুপ্ত সংকেত ব্যবহার করতেন মানিক-কুন্তল জোড়, আদালতে জানাল ইডি   

Written by SNS February 8, 2023 2:41 pm

কলকাতা , ৮ ফেব্রুয়ারী — প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে যুক্ত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।তাঁকে সঙ্গত করেছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ. পরীক্ষার উত্তরপত্রে ব্যবহার করা হত গুপ্ত সংকেত। বুধবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলার সময় এই দাবি করেন ইডি -র আইনজীবী। তিনি এদিন ব্যাঙ্কশাল আদালতে জানান, উত্তরপত্রে সঠিক উত্তর নির্বাচনের জন্য যে গোল জায়গাগুলি থাকে সেখানেই ব্যবহার করা হতো এই গুপ্ত সংকেত। ইডির আইনজীবী জানান, ২০১২ এবং ২০১৪ সালে এইভাবেই নিয়োগ করা হয় বলে মনে করা হচ্ছে। এই কাজে কিছু এজেন্টদেরও কাজে লাগানো হয়েছিল।

স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলেই রয়েছেন অভিযু্ক্ত মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষ। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল মানিক ভট্টাচার্যের। আদালত থেকে জেলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন মানিক। পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষায় পড়ে গিয়ে মুখে ও শরীরের অন্যান্য জায়গায় চোট পান তিনি।