ইসরোর তালিকায় বিশ্বের ৪টি ধসপ্রবণ দেশের মধ্যে একটি ভারত
দিল্লি , ১০ মার্চ – দেশের ধসপ্রবণ জায়গাগুলির তালিকা প্রকাশ করল ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওই উপগ্রহচিত্রে ধরা পড়েছে দেশের মধ্যে সবচেয়ে বেশি ধসপ্রবণ জায়গা হল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং তেহরি গাড়োয়াল জেলা। উত্তরাখণ্ড ছাড়াও আরও ১০টি অতিরিক্ত ধসপ্রবণ জেলার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪টি কেরলের বন্যাপ্রবণ এলাকা , ২টি জম্মু-কাশ্মীরের এবং ২টি সিকিমের। উত্তরাখণ্ডের