১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত।

Written by SNS November 16, 2023 10:35 am

ভারত:- ১২ বছর পর ভারত বিশ্বকাপ ফাইনালে ভারত। তবে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ৩৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পাল্টা জবাব ভালোই দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু মহম্মদ শামির জোড়া ধাক্কা ও ডেথ ওভারে কুলদীপ যাদবের বোলিং কিউয়িদের কাজ কঠিন করে দেয়। ফলে ড্যারিল মিচেলের লড়াকু শতরানেও অধরাই থাকল কেন উইলিয়ামসনের বিশ্বকাপ জেতার স্বপ্ন। জানা গিয়েছে, ২০১৫ ও ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে উঠে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল কিউয়িদের। ২০১৯ সালে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে পারেননি। তবে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন জিইয়ে রাখলেন সেই বিরাট কোহলি। নিজের শততম ওডিআই ম্যাচ স্মরণীয় করে রাখলেন মহম্মদ শামি। ড্যারিল মিচেল যেমন ধরমশালায় শতরান করার পর ভারতের বিরুদ্ধে শতরান পেলেন, তেমনই ওই ম্যাচের পর আজও ইনিংসে পাঁচ উইকেট নিলেন শামি। ওয়াংখেড়েতে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে শামি নিয়েছিলেন ৫ উইকেট। সূত্রের খবর, ১৯৮৩, ২০০৩ ও ২০১১ সালের পর ফের বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত।   মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে মেন ইন ব্লু। এবার রোহিত শর্মার নেতৃত্বে ভারত কাপ জয়ের লক্ষ্যে নামবে রবিবার, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জানা গিয়েছে, বিশ্বকাপে টানা ম্যাচ জেতার নিরিখে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল ভারত। টানা দশম জয় ছিনিয়ে নিল বিশ্বের ১ নম্বর ওডিআই দল। বিশ্বকাপে দু-বার টানা ১১টি করে ম্যাচ জেতার নজির আছে অস্ট্রেলিয়ার। ফাইনালে চ্যাম্পিয়ন হলে অজিদের সেই একাধিপত্যে থাবা বসাবে রোহিত শর্মার দল। জানা গিয়েছে, ৩৩তম ওভারের পর ৪৯তম ওভারেও দুটি উইকেট তুলে নিলেন শামি। ফলে বিশ্বকাপে তাঁর উইকেট-সংখ্যা দাঁড়াল ৫৪। ৯.৫ ওভারে ৫৭ রানে ৭ উইকেট, শততম ওডিআই ম্যাচে কেরিয়ারের সেরা বোলিং ফিগার। এই বিশ্বকাপে ইনিংসে পাঁচ উইকেট তিনবার নিলেন শামি। জানা গিয়েছে, এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৩৯৭ রান তুলেছিল চার উইকেট হারিয়ে। বিরাট কোহলি ১১৩ বলে ১১৭, শ্রেয়স আইয়ার ৭০ বলে ১০৫, শুভমান গিল ৬৬ বলে অপরাজিত ৮০, রোহিত শর্মা ২৯ বলে ৪৭ ও লোকেশ রাহুল ২০ বলে অপরাজিত ৩৯ রান করেন।