২০৩০-এর মধ্যে ভারত পৌঁছে যাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তৃতীয়  স্থানে

Written by SNS September 4, 2022 8:24 pm

দিল্লি, ৪ সেপ্টেম্বর — ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ইতিমধ্যেই  বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ইউনাইটেড কিংডমকে ছাপিয়ে গিয়েছে ভারত । আর এরপর থেকেই বিশেষজ্ঞরা বলছেন যে, ভারত আর মাত্র ৮ বছরেই পৌঁছে জেবে যাবে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে।

এই বিষয়ে দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ বিরমানি বলেছেন, ‘ভারত নিজেদের শক্তির মাপকাঠিতে ক্রমশ এগিয়ে চলেছে এবং আমার ধারণা, ২০২৮-৩০ সালের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।

ভিরমানি আরও বলেন যে, “দেশের অর্থনীতির সুদিন ফেরাতে এই ট্রেন্ডটি ভীষণই গুরুত্বপূর্ণ। এর ফলে ভারতের বিদেশী নীতিও অনেকটা প্রভাবিত হবে। একইসঙ্গে এই নতুন ভারত নিয়ে বহির্বিশ্বের ধারণাও বদলাবে। আমরা বিভিন্ন সঙ্গে সাথে কীভাবে আচরণ করি এবং এটি ভারত নিয়ে বিভিন্ন মানুষের ধারণাকে প্রভাবিত করবে। গত ২০-৩০ বছরে সবাই দেখেছে যে আমরা চিনের চেয়ে কতটা পিছিয়ে আছি। আশা করি এখান থেকে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে।’