• facebook
  • twitter
Monday, 16 September, 2024

এবার ঢাকা-কলকাতা জাহাজ চলাচল

আগামী ২৯মার্চ থেকে ঢাকা -কলকাতা যাত্রীদের জন্য চালু হচ্ছে নৌযান যাত্রীসেবা।

জাহাজ চলাচল

বাসুদেব ধর, ঢাকা, ১৩ মার্চ- বিমান, রেল ও বাসের পর এবার ঢাকা -কলকাতা যাত্রীদের জন্য চালু হচ্ছে নৌযান যাত্রীসেবা। এখন থেকে কলকাতা যাওয়া যাবে নৌপথে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ -পরিবহণ কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯মার্চ থেকে ঢাকার পাগলা মেরিএন্ডারসন জেটি থেকে রাত ৯টায় এমভি মধুমতি জাহাজটি ছেড়ে যাবে।জাহাজটি বরিশাল -মংলা – সুন্দরবন- আন্টিহারা -হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ -ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ -ভারত ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বি আই ডব্লিউ টি সি-এর নিজস্ব অত্যাধুনিক নৌযান দ্বারা সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ঢাকা -কলকাতা যাত্রীবাহী সার্ভিস চালু করতে যাচ্ছে। আগামী ২৯মার্চ হতে  বি আই ডব্লিউ টি সি-এর এম্ ভি মধুমতি জাহাজটি কলকাতার উদ্দেশে যাত্রা করবে। বিজ্ঞপ্ততিতে বলা হয়, যাত্রী ভাড়ার তালিকা হল :

ঢাকা -কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুজন) ১৫হাজার টাকা , প্রথম শ্রেণী (যাত্রীপ্রতি)৫হাজার, ডিলাক্স শ্রেণি (দুজন) ১০হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮হাজার টাকা এবং সুলভ শ্রেণি /ডেক(যাত্রীপ্রতি) ১৫০০টাকা।