দিল্লি, ১৯ নভেম্বর – যুদ্ধে জর্জরিত প্যালেস্টাইনে আবার ত্রাণ পাঠাল ভারত। এই নিয়ে দ্বিতীয়বার সাহায্য পাঠানো হল সেখানে। বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানিয়েছেন। জয়শংকর জানান, ‘৩২ টন ত্রাণ নিয়ে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান মিশরের এল-এরিশ বিমানবন্দরের উদ্দেশে উড়ে গিয়েছে।’ প্রসঙ্গত, গত ২২ অক্টোবর প্রথমবার ইজরায়েলে ত্রাণ পাঠিয়েছিল ভারত।
হাসপাতালে হামলা নিয়ে নেতানিয়াহু বারবার দাবি করেছে, হাসপাতালগুলিতেই ঘাঁটি তৈরি করেছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হাসপাতালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। তাই হামাসকে নির্মূল করার জন্য হাসপাতালে হামলার প্রয়োজন। পাশাপাশি ইজরায়েলের বক্তব্য, যে সব রোগী হাসপাতালেই থাকছেন, তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত তারা করবে। হাসপাতালে খাবার, জল এবং অন্যান্য ত্রাণসামগ্রীও তারা পাঠিয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনা।