• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওড়িশার জাজপুরে রেলে কাটা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের , গুরুতর জখম আরও ৪ জন 

ভুবনেশ্বর , ৭ জুন – হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় মালগাড়ির তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েক জন রেল শ্রমিক। কিন্তু তাঁরা তখন জানতেন না মালগাড়িটিকে অন্যত্র সরানো হচ্ছে। ট্রেনটির চাকা গড়াতেই লাইনে কাটা পড়ে মৃত্যু হয় চার জন শ্রমিক । গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন শ্রমিক। ঘটনাস্থল আবার  সেই ওড়িশা। বুধবার ওড়িশার জাজপুর

ভুবনেশ্বর , ৭ জুন – হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় মালগাড়ির তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েক জন রেল শ্রমিক। কিন্তু তাঁরা তখন জানতেন না মালগাড়িটিকে অন্যত্র সরানো হচ্ছে। ট্রেনটির চাকা গড়াতেই লাইনে কাটা পড়ে মৃত্যু হয় চার জন শ্রমিক । গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও চার জন শ্রমিক। ঘটনাস্থল আবার  সেই ওড়িশা। বুধবার ওড়িশার জাজপুর রোড স্টেশনে এই ঘটনা ঘটে। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়। তার পর এখনও স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। চেষ্টা চালাচ্ছে রেল দফতরও। তার মধ্যে ফের এই দুর্ঘটনায় বিড়ম্বনায় রেল কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement